ব্রাক্ষণবাড়িয়া।।
আজ সেই ২২শে মার্চ। ব্রাক্ষণবাড়িয়ার উপর দিয়ে বয়ে যাওয়া ভয়ানক টর্নেডোর কথা।২০১৩ সালের ২২ শে মার্চ শুক্রবার অন্য যেকোনো দিনের মতো স্বাভাবিক ই ছিল ,কিন্তু না মূহুর্তেই বিকালের চিত্র পাল্টে যায়।টর্নেডোতে লন্ডভন্ড হয়ে যায় ঘরবাড়ি, গাছপালা, ফসলের ক্ষেত। ব্রাহ্মণবাড়িয়া আঘাতের শিকার ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন গ্রামের শত শত ঘরবাড়ি হারা মানুষ দু রাত খোলা আকাশের নিচে পার করে। কেউ সামিয়ানা টাঙ্গিয়ে আবার কেউবা যা যোগার করা গেছে তা দিয়েই নিজের বিধ্বস্ত ভিটে বাড়িতে মাথা গোজার ঠাই করেছেন।
[gs-fb-comments]Copyright © 2021 Amaderkatha | Design & Developed By: Design Ghor