
কসবা।।
আজ কসবা থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মালেক এর দিকনির্দেশনায় এস আই,রফিকুল ইসলাম পিপিএম,সংঙ্গীয় ফোর্স সহ মোবাইল-৭ ডিউটি করা কালে কসবা থানাধীন কুটি চৌমুহনী এলাকায় একটি কাভার্ড ভ্যান গাড়ীকে থামার জন্য সংকেত দিলে গাড়ীর ভিতরে থাকা ড্রাইভার গাড়ীটি রাস্তায় ফেলে দৌড়াইয়া পলিয়ে যায়। পরবর্তীতে উপস্থিত লোকজনের সম্মূখে গাড়ীটি তল্লাশী করিয়া গাড়ীর ভিতর হইতে ২২০ (দুইশত বিশ) কেজি গাঁজা উদ্ধার করে থানায় নিয়া যায়। গাড়ী ও গাঁজার বিরুদ্ধে কসবা থানায় মামলা প্রক্রিয়াধীন।