মসজিদে বোমা মেরে মানুষ খুন করার ও প্রতিবাদ করা উচিত –র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী-এমপি

২৩ মার্চ, ২০১৯ : ১:৪৭ অপরাহ্ণ ৪৪৯

ঢাকা।।

আজ জাতীয় প্রেস ক্লাবে Our Islam 24.COM কর্তৃক আয়োজিত মহান মুক্তিযুদ্ধে আলেম সমাজের অবদান শীর্ষক আলোচনা ও নবীজিকে চিঠি লেখার পুরুস্কার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট ইসলামীক চিন্তাবিদ, বেসামরিক বিমান ও পর্যটন সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির নবনির্বাচিত সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, ব্রাহ্মণবাড়িয়া- ৩ আসনের তিন বারের নির্বাচিত সংসদ সদস্য, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, জননেতা র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী-এমপি।

তিনি বলেন, মুক্তি যুদ্ধের পর কোন আলেম নিজেকে মুক্তি যোদ্ধা দাবী করেনি। ইসলাম ও আলেম কারো শত্রু না। ধর্ম নিরপেক্ষতা মানে ইসলাম বিরোধী নয়। তিনি আরও বলেন জননেত্রী শেখ হাসিনার সরকার কওমি মাদরাসা’কে স্বীকৃতি প্রদান করে যুগান্তকারী অধ্যায় রচনা করেছেন।

[gs-fb-comments]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com