দিরাইয়ে শিবমন্দিরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
.
সুনামগঞ্জের দিরাইয়ে রাতের আঁধারে হিন্দু সম্প্রদায়ের একটি শিবমন্দিরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ নিয়ে এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকজনের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
.
গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার করিমপুর ইউনিয়নের শ্রী নারায়ণপুর গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের শিবমন্দিরে অজ্ঞাত দৃর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। ঘরটি খালি থাকায় তেমন ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। এদিকে ঘটনাটিকে পরিকল্পিত নাশকতা বলে অভিহিত করেছেন শ্রী নারায়ণপুর গ্রামবাসী।
সরেজমিন গিয়ে দেখা যায়, শ্রী নারায়ণপুর গ্রামের দক্ষিণ প্রান্তে অবস্থিত দেবোত্তর সম্পত্তিতে মন্দিরটির অবস্থান। একপাশে মহাদেব গাছ, অদূরেই শ্মশান, মাঝে নাথ মন্দির ও অন্যপাশে কিছুটা উঁচু স্থানে রয়েছে শিবমন্দির। ঘরের ভিতরে পাওয়া যায় কেরোসিনের বোতল। কেরোশিন ছিটিয়ে মেঝেতে খড় দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। বেড়া, চালা ও মেঝেতে আগুনের ছোপ ছোপ দাগ।
Copyright © 2021 Amaderkatha | Design & Developed By: Design Ghor