
নাসিরনগর প্রতিনিধি।।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দেনা-পাওনা নিয়ে কথা কাটাকাটির জের ধরে সংঘর্ষের ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।
উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের আশুরাইল গ্রামে রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষ চলে। এ ঘটনায় বেশ কয়েকটি বাড়ি-ঘর ভাঙচুর করা হয়েছে । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৮২ রাউন্ড রাবার বুলেট চালিয়েছে পুলিশ।
জানা যায় শনিবার উপজেলার আশুরাইল গ্রামের দুই ব্যবসায়ী হাজি সামসুল হক ও কাজলের মধ্যে দেনা-পাওনাকে কেন্দ্র করে তর্কবিতর্কের পর উত্তেজনা দেখা দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রোববার থানায় সালিশ করে বিষয়টি মীমাংসার সিদ্ধান্ত দেয়।
কিন্তু রোববার সকালেই আশুরাইলে উভয় পক্ষ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দফায় দফায় প্রায় চার ঘণ্টা সংঘর্ষ চলে। পুলিশ চেষ্টা করে পরিস্থিতি নিয়ন্ত্রণ এনেছে।
নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।