আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

ইউনেস্কো ক্লাবের উদ্যোগে গনহত্যা দিবসে মোমবাতি প্রজ্জ্বলন

ব্রাহ্মণবাড়িয়া 25 March 2019 ৪২৯

ব্রাক্ষণবাড়িয়া।।

মোমবাতি প্রজ্জ্বলনের মধ্যদিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ২৫ মার্চ কালো রাত্রিতে নিহত শহীদদের প্রতি গভীর শ্রদ্বা জানান ইউনেস্কো ক্লাব জেলা কমিটি।স্হানীয় প্রেসক্লাবের সামনে মোমবাতি প্রজ্জ্বলন করে এক শোক র্্যালী বের হয়ে বঙ্গবন্দু স্কয়ারে এসে শেষ হয় এসময় বক্তব্য রাখেন ইউনেস্কো ক্লাব জেলা কমিটির আহব্বায়ক এডঃআমির হোসেন ফারুক,সাধারন সম্পাদক জিয়া কারাদন লিয়ন,জেলা সিপিবির সাধারন সম্পাদক সাজিদুল ইসলাম,জেলা ওয়ার্কাস পার্টির নেতা নজরুল ইসলাম,কমিউনিষ্ট লীগের নেতা বীর মুক্তিযোদ্ধা মতিলাল বনিক, ঐক্য ন্যাপের সদস্য সচিব আবুল কালাম নাঈম,বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান,নারী নেত্রী আসমা খানম,সাংবাদিক ও জেলা জাতীয় হিন্দু মহাজোটের সাধারন সম্পাদক প্রবীর চৌধূরী রিপন,জেলা নাগরিক ফোরামের সাধারন সম্পাদক রতন কান্তি দত্ত,পীচ ভিশনের সাধারন সম্পাদক শরীফ আহাম্মদ হাজীএস, এম ইউসুফ আলী,আব্দুল মালেক,বঙ্গবন্দু আইন ছাত্র পরিষদের জেলা সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম,পরিমল সুত্রধর,এডঃ জয়লাল বিশ্বাস,সাংবাদিক মোঃ শহীদ,আবুল হাসনাত অপু,এডঃ এনামুল হক, রাজিবুল হাসান রাজিব,নারী নেত্রী হাসিনা হক,নুর মোহাম্মদ খান,আব্দুল্লাহ আল মামুন,আসাদুজ্জামান রন্জু,শাহ আলম,এনামুল হক,শ্রীপদ, কালু মিয়া ও সুমন চক্রবর্তী প্রমুখ।