নাসিরনগরে ২ পক্ষের সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী মামলা

২৫ মার্চ, ২০১৯ : ১১:৩০ পূর্বাহ্ণ ৪৭৩

 

মোঃ আব্দুল হান্নান, নাসিরনগর।।

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের আশুরাইল গ্রামের নাসিরনগর বাজারের দুই সার ব্যবসায়ী হাজী শামছু মিয়া ও কাজল মিয়ার মাঝে পাওনা টাকাকে কেন্দ্র করে দুই গ্রুপের মারামারির ঘটনায় অবশেষে ওসি (তদন্ত) মোঃ কবির হোসেন বাদী হয়ে ৪৯ জন অজ্ঞাত নামা আরো ৪৫০ জন লোককে আসামী করে থানায় মামলা দায়ের করেছে। ওই ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে ১১জনকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা এস, আই কাউছার হোসাইন জানিয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় ৯৮ জন আহত হয়েছে। তার মাঝে প্রায় ১০ জন অফিসার সহ পুলিশ সদস্য রয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৮২ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করেছে বলে সরাইল সার্কেল মনিরুজ্জামান ফকির জানিয়েছে। সংঘর্ষে বেশ কয়েকটি বাড়ী ঘর,দোকান পাট ভাংচুর, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটপাট হওয়ারও খবর পাওয়া গেছে। মামলার পর থেকে সমস্ত গ্রাম জোরে পুলিশী আতংক বিরাজ করছে।

[gs-fb-comments]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com