
রাহ্মণবাড়িয়া।।
রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৫শত পিছ ইয়াবাসহ মোঃ শাকিল (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রোববার তাকে উপজেলার পাইকপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। সে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের তোফায়েলনগর গ্রামের মৃত আব্দুল মোতালিবের ছেলে।
রোববার রাতে বিজয়নগর থানা থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাইকপাড়া সাকিনস্থ পাইকপাড়া মধ্যপাড়া আমিন উদ্দিন এর দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে সন্দেহভাজন মোঃ শাকিলকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশী করে ৫শত পিছ ইয়াবা উদ্ধার করে পুলিশ।
শাকিলের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হলে তাকে জেল হাজতে প্রেরণ করে।