ব্রাহ্মণবাড়িয়ায় ব্ল্যাকআউট কর্মসূচি পালন হয়নি

২৫ মার্চ, ২০১৯ : ৪:০১ অপরাহ্ণ ৪৪৩

ব্রাহ্মণবাড়িয়া।।

১৯৭১-এর এই দিনে গণহত্যার শিকার হওয়া শহীদদের স্মরণে ২৫ মার্চ রাত বাঙালি জাতির জীবনে এক বিভীষিকাময় কালরাত। সেই রাতটিকে স্মরণ করতে সারাদেশে সোমবার রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত ব্ল্যাকআউট কর্মসূচি পালন করা হয়।
কিন্তু ব্রাহ্মণবাড়িয়ায় তা হয়নি। কেন হয়নি? বিদ্যুৎ বিভাগেরর কাছে সঠিক উত্তর জানাতে পারেনি।  অামরা আজ রাত পৌনে ৯টা থেকে সোয়া ৯টা পর্যন্ত  অবস্থান করছিলাম। কিন্তু বৈদ্যুতের আলো ১ সেকেন্ডের জন্য নিভেনি। আমাদের ক্যামেরা অন করা ছিল।
প্রশ্ন হচ্ছে বিদ্যুৎ বিভাগে কারা বসে আছে? তারা নিশ্চই জবাব দিহিতার বাহিরে? জাতিয় কর্মসূচী পালন করা হয়নি।

[gs-fb-comments]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com