ঢাকা।।
দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, বাংলাদেশের অনেক সমস্যার মধ্যে ‘আমিত্ব’ একটি বড় সমস্যা। আমি বড়, আমিই শ্রেষ্ঠ এই মানসিকতা পরিহার করতে হবে। প্রত্যেক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অহংবোধ থেকে বেরিয়ে আসতে হবে। নয়তো প্রতিষ্ঠান এগোবে না, দেশও এগোবে না। রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। শিশুদের পাঠ্যবইয়ের উদ্ধৃতি দিয়ে দুদক চেয়ারম্যান বলেন, ‘আমার বই’ বা ‘আমার পতাকা’ এ-জাতীয় শব্দচয়ন না করে ‘আমাদের বই’ অথবা ‘আমাদের পতাকা’ লিখলে হয়তো শিশুহৃদয়ে আমিত্বের বীজ অঙ্কুরিত নাও হতে পারত। দুদক চেয়ারম্যান বলেন, ‘যে যেখানে আছেন, সে সেখানে নিজেকে রাজা মনে করবেন, এটা হতে পারে না। ভুল করলে তা স্বীকার করার মানসিকতাও থাকতে হবে।’ ইকবাল মাহমুদ দুদক কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘আসুন, সম্মিলিতভাবে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দুর্নীতি দমন ও নিয়ন্ত্রণে আত্মনিয়োগের মাধ্যমে দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে অংশগ্রহণ করি।’
আলোচনা সভায় দুদক কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান বলেন, ‘আপনি আচরি ধর্ম, পরেরে শেখাও’ এই নীতি মেনে আমাদের অন্তর্দৃষ্টি, আচরণ ও দৃষ্টিভঙ্গি দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে হবে। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন দুদক কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম, সচিব মুহাম্মদ দিলোয়ার বখ্ত, মহাপরিচালক (মানি লন্ডারিং) আ ন ম আল ফিরোজ, ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. আকতার হোসেন, পরিচালক সৈয়দ ইকবাল হোসেন, উপপরিচালক মো. আবুল হোসেন প্রমুখ।
[gs-fb-comments]Copyright © 2023 Amaderkatha | Design & Developed By: Design Ghor