আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

মাদারীপুর কুমার নদে পলিথিনে মোড়ানো নবজাতকের লাশ

সারাদেশ 27 March 2019 ৪৩৭

 

কুমিল্লা।।

মাদারীপুরে কুমার নদ থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নবজাতকটি একটি বড় পলিথিন দিয়ে মোড়ানো ছিল। বুধবার দুপুরে শহরের নতুন মাদারীপুরের কালু হাওলাদারের বাড়ির পাশে কুমার নদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নদীতে গোসল করতে গিয়ে কয়েকজন ছোট ছেলে একটি পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় এক নবজাতকের মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসীকে খবর দেয়। এরপর পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

মাদারীপুর সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন।