
ব্রাক্ষণবাড়িয়া।।
চতুর্থ পর্বে আগামী ৩১ডিসেম্বর উপজেলা নির্বাচনে যদি কোনো ধরনের অনিয়মের চেষ্টা করা হলে তাকে প্রথমে জেলে যেতে হবে। বিশৃঙ্খলার চেষ্টাকরা হলে গুলি করা হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মো:রফিকুল ইসলাম। তিনি আজ বৃহস্পতিবার রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, নির্বাচনের অনুকুল পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা করছে নির্বাচন কমিশন। ভোটারা যেনো নিরাপদে বীনা বাধায় পছন্দের প্রার্থীকে ভোট প্রয়োগ করতে পারেন সে ব্যাপারে সবধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।
ভোট কেন্দ্রে বিশৃঙ্খলার চেষ্টা করা হলে গুলি করা হবে। জেলা জরিমানা তো থাকছেই।