আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

বনানীর ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দ্রুত মামলা করা হবে — আইজিপি ড. মোহাম্মদপুর জাবেদ পাটোয়ারী

জাতীয় 29 March 2019 ৫৩১

ঢাকা।।

রাজধানীর বনানীর ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দ্রুত মামলা করা হবে বলে জানিয়েছেন পু‌লিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদপুর জাবেদ পাটোয়ারী।আজ শুক্রবার দুপুরে এফ আর টাওয়ার পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন আইজিপি। বার্তা সংস্থা ইউএনবি এ তথ্য দিয়েছে।

তিনি বলেন, ‘আমরা আশা করছি যে নিহতদের পরিবার মামলা করবে। তা না হলে রাষ্ট্র মামলা করবে।’গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ২২ তলা ভবনটিতে আগুন লাগে। এ ঘটনায় এখন পর্যন্ত কারও নিখোঁজ থাকার কোনো তথ্য পুলিশ পায়নি বলে জানিয়েছে।ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন জানিয়েছেন, ভবনটিতে ‘অগ্নিনির্বাপণের যন্ত্রপাতি ছিল অল্প’ সেগুলো ছিল ‘অব্যবহারযোগ্য’।এ ঘটনাকে ‘হত্যাকাণ্ড’ হিসেবে উল্লেখ করে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম প্রতিশ্রুতি দিয়েছেন, ‘দায়ী ব্যক্তিরা যতই প্রভাবশালী হোক না কেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’এদিকে, ফায়ার সার্ভিস এফ আর টাওয়ারের দায়িত্ব পুলিশের কাছে হস্তান্তর করেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ে মালিক পক্ষের প্রতিনিধিসহ আলাদা দল প্রতিটি তলায় তল্লাশি চালাবে।আইজিপি জাবেদ পাটোয়ারী জানান, সন্ধ্যার মধ্যে তল্লাশি সম্পন্ন হবে।বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিশেষজ্ঞরা এফ আর টাওয়ারের ফিটনেস পরীক্ষা করবেন। তাদের মূল্যালয়ের ভিত্তিতে ভবনটি পুনরায় খুলে দেওয়া বা বন্ধ করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।