রাজধানীতে ট্রাকের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

২৯ মার্চ, ২০১৯ : ৬:৩৬ পূর্বাহ্ণ ২৩৭

ঢাকা।।

রাজধানীর শ্যামলীতে ট্রাকের চাপায় মোটরসাইকেলে থাকা দুই আরোহী নিহত হয়েছেন। তারা হলেন সোহাগ ও শিহান। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় দীপু নামে আরও একজন আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হতাহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। তবে তারা মিরপুর এলাকায় থাকতেন বলে জানতে পেরেছে পুলিশ।

মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ মৃধা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শ্যামলী শিশুমেলার বিপরীতে বালুবাহী একটি ট্রাক মোটরসাইকেলে থাকা তিনজনকে ধাক্কা দিলে ঘটনাস্থলে একজন মারা যান। আহত হন দুজন। তাদের উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান একজন। আহত দীপুকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

[gs-fb-comments]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com