ঢাকা।।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের আলোচিত সেই শিশু নাঈম ইসলামকে ‘সুপারম্যান’ খ্যাতি দিল ভারতীয় মিডিয়া। ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় পত্রিকাটি এই খেতাব দেওয়ার পাশাপাশি তাকে নিয়ে সুপারম্যানের মতো একটি কার্টুনও ছেপেছে।
শুধু আনন্দবাজার নয়, জিনিউজ বাংলা (২৪ ঘণ্টা) এর একটি প্রতিবেদনেও ব্যাপক প্রশংসা করা হয়েছে নাঈমের।
জিনিউজে ছবি দিয়ে সাজানো ওই প্রতিবেদনে নাঈমকে নিয়ে শিরোনাম করা হয়েছে, ‘বিগত প্রজন্মের ফোকর চাপা দিয়ে বসে আছে আগামী’।
উল্লেখ্য, বৃহস্পতিবার ঢাকার বনানীতে বহুতল ভবন এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনার পর ফায়ার সার্ভিস উদ্ধারের সময়ে পানির পাইপের ছিদ্র পলিথিন পেঁচিয়ে ধরে ছিল শিশু নাঈম।
দৃশ্যটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক ভাইরাল হয়। বৃহস্পতিবার ও শুক্রবার ফেসবুকের নিউজফিডে ঘুরেফিরে দেখা যায় ওই ছবি।
পঞ্চম শ্রেণি পড়ুয়া নাঈমের এই কাজের জন্য দেশ-বিদেশে এখন কেবল তারই প্রশংসা চলছে।
[gs-fb-comments]Copyright © 2021 Amaderkatha | Design & Developed By: Design Ghor