
কুষ্টিয়া।।
কুষ্টিয়া তথা বাংলাদেশের অন্যতম দর্শনীয় স্থান বিশ্বকবি কবিগুরু রবিন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজরিত কুষ্টিয়ার শিলায়দহ কুঠিবাড়ি’র সন্নিকটে দর্শনার্থীদের জন্য তৈরী করা হয়েছে কাঠের তৈরি পাঁচ তলা বাড়ি।দিনে দিনে দর্শনার্থী ও ভ্রমণপিপাসুদের নিকট আকর্ষণীয় হয়ে উঠছে শিলাইদহ ইউনিয়নের মাঝগ্রামের মোঃ আঃ রশিদের তৈরি প্রায় ৩৫ফিট উচ্চতার পাঁচ তলা কাঠের বাড়িটি।সরোজমিনে দেখা যায়,দেশের বিভিন্ন স্থান থেকে আগত দর্শনার্থীদের বেশ সমাগম এখানে,দেশের একমাত্র কাঠের তৈরি পাঁচ তলা বাড়িটি দেখতে এসেছেন তারা।
কথা হলো যশোরের কেশবপুর থেকে আগত কয়েকজন দর্শনার্থীর সাথে,তারা এ বাড়িটি সম্পর্কে বলেন,কাঠের তৈরি পাঁচ তলা বাড়ি বাংলাদেশে আছে এটাই জানা ছিলো না,অনেক আগ্রহ নিয়ে বাড়িটি দেখতে এসেছি,এখানে এসে এক অন্যরকম অভিজ্ঞতা পেলাম,এর দৃষ্টি নন্দন নির্মাণ শৈলী অনেক ভালো লেগেছে,সবচেয়ে বড় কথা পরিবেশ বান্ধব কাঠের বাড়ি দেখে নিজেদের ইচ্ছা জাগছে এমন বাড়ি তৈরি করতে।আরেকজন দর্শনার্থী হরিনারায়ন পুরের রফিক বলেন,আগে শিলাইদহতে রবি ঠাকুরের বাড়ি পদ্মা নদী দেখে চলে যেতাম এখন এর সাথে এই কাঠের বাড়িটি দেখে মনে হচ্ছে শিলাইদহের প্রাকৃতিক সৌন্দর্যের পালকে আরো একটি পালক যোগ হলো।বাড়িটির সৌন্দর্য বাড়াতে আরো কিছু পদক্ষেপের পরামর্শ দিলেন দর্শনার্থীরা।
এদিকে বাড়ির মালিক মোঃ আঃ রশিদ বাড়িটি তৈরি সম্পর্কে জানান,মেহগনি, শাল,কেরোসিন ও তাল গাছের কাঠ দিয়ে বাড়িটি তৈরি করা হয়েছে,প্রায় দুই বছর ধরে চলছে বাড়িটির তৈরির কাজ, ইতিমধ্যে ৮০শতাংশ কাজ শেষ হয়েছে,ইতিমধ্যে বাড়িটি তৈরিতে প্রায় ৩৫লক্ষ টাকা ব্যায় হয়েছে,এ বাড়িটি ঘিরে অনেক পরিকল্পনার কথা জানান তিনি।তিনি আরো জানান,এ বাড়িতে একটি লাইব্রেরী করতে চান তিনি,যাতে করে সাধারন দর্শনার্থীরা ভ্রমণের পাশাপাশি বিভিন্ন ধরনের বই সম্পর্কে জানতে পারে।প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য বাড়িটি উন্মুক্ত থাকে।