আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

ব্রাহ্মণবাড়িয়ায় চারটিতে আওয়ামী লীগ ও তিনটিতে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত

বিশেষ প্রতিবেদন, ব্রাহ্মণবাড়িয়া 1 April 2019 ৪৫২

 

ব্রাহ্মণবাড়িয়া।।

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে ব্রাহ্মণবাড়িয়ায় চারটিতে আওয়ামী লীগ ও তিনটিতে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন।

সোমবার (০১ এপ্রিল) সকালে জেলা রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. সাহেদুল ইসলাম  বিষয়টি নিশ্চিত করেছেন।

নির্বাচিত হলেন- নাসিরনগর উপজেলায় নৌকা প্রতীকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. রাফিউদ্দিন আহমেদ ৫৯ হাজার ৪৬১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী এটিএম মনিরুজ্জামান সরকার পেয়েছেন ১৪ হাজার ৫৭৪ ভোট।

সরাইল উপজেলায় ঘোড়া প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী রফিক উদ্দিন ঠাকুর ৩১ হাজার ৪৮৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী শের আলম মিয়া মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২২ হাজার ৭৫৮ ভোট।

আশুগঞ্জ উপজেলায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. হানিফ মুন্সি নৌকা প্রতীকে ৪৩ হাজার ৪১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আনিসুর রহমান আনারস প্রতীকে পেয়েছেন ২৫ হাজার ৫৫৫ ভোট।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় স্বতন্ত্র প্রার্থী ফিরোজুর রহমান (ওলিও) আনারস প্রতীকে ৬৮ হাজার ২৩৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহাঙ্গীর আলম নৌকা প্রতীকে পেয়েছেন ২৬ হাজার ৯০৭ ভোট।

নবীনগর উপজেলায় স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মনিরুজ্জামান দোয়াত কলম প্রতীকে ৪৯ হাজার ৮৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কাজী জহির উদ্দিন সিদ্দিকী নৌকা প্রতীকে পেয়েছেন ৪৮ হাজার ৬৯০ ভোট।

কসবা উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী  মো. রাশেদুল কাওসার ভূইয়া এবং আখাউড়া উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত দলীয় প্রার্থী আবুল কাশেম ভূঁইয়া, উভয়ে একক প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।