হিন্দু জাগরণের অগ্রদূত ও রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের প্রতিষ্ঠাতা প্রাতঃস্মরনীয় ডাঃ কেশব বলিরাম হেডগেওয়ার এর শুভ জন্মদিন উপলক্ষে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট এর অফিসে এক স্মরণ সভার আয়োজন করা হয়। সেখানে ডাঃ কেশব বলিরাম হেডগেওয়ার এর ছবি তে মাল্যদান করাহয় ।
সেখানে উপস্থিত ছিলেন এ্যড:গোবিন্দ চন্দ্র প্রামানিক,মহাসচিব বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট,ডা.হেমন্ত কুমার দাস,যুগ্ন -মহাসচিব বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট,এ্যাড:তারক চন্দ্র রায়,এ্যাড:প্রতিভা বাগচী ,মহিলা বিষয়ক সম্পাদিকা বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট,শ্যামল ঘোষ ,সাধারন সম্পাদক বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট(ঢাকা ম: দ:), সাজেন কৃষ্ণ বল,সভাপতি বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট,আদীনাথ সরকার সুজন,বরুন সেন,প্রদিপ মজুমদার,শুভ ভট্টাচার্য সহ আরো অনেকে।
Copyright © 2023 Amaderkatha | Design & Developed By: Design Ghor