বিজয়নগর।।
বিজয়নগরে ২ শত বোতল স্কপসহ এক ব্যাক্তি গ্রেপ্তার ও সিএনজি আটক করেছে পুলিশ।জানাগেছে উপজেলার চান্দুরা ইউপির ফুলতলী মোড় থেকে আজ ভোরে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ ফয়জুল আজিমের নির্দেশে এস,আই অলিউল্লাহ,এ এস আই নাছির ও বিশ্বজিত দেব সঙ্গীয় ফোর্স নিয়ে দুইশত বোতল স্কপসহ হোসেন পুর গ্রামের রাষ্টু খানের ছেলে অন্তর( ২০)কে গ্রেপ্তার এবং সি এনজি আটক করে। এব্যাপারে বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং আসামীকে আদালতে প্রেরন করা হয়।
Copyright © 2021 Amaderkatha | Design & Developed By: Design Ghor