আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

ঝিনাইদহের শৈলকূপায় মন্দির ভাঙচুর।। আটক -১

সারাদেশ 4 April 2019 ৪৮১

ঝিনাইদহ।।

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কীর্তিনগর গ্রামে মন্দিরে ঢুকে কালী প্রতিমা ভাঙচুর করার সময় সোহান হোসেন (২০) নামের এক ছাত্রকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।

প্রতিমা ভাঙচুরকারী সোহান শৈলকুপা উপজেলার দোহাড়া গ্রামের রজব আলির ছেলে।

বিষয়টি নিশ্চিত করে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আয়ুবুর রহমান জানান, আজ বৃহস্পতিবার দুপুরে কীর্তিনগর গ্রামের একটি মন্দিরের তালা ভেঙ্গে ভেতরে থাকা কালী প্রতিমা ভাঙচুর করছিল সোহান। এসময় আশেপাশের লোকজন দেখতে পেয়ে তাকে ধরে কাতলাগাড়ি পুলিশ ক্যাম্পে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে শৈলকুপা থানায় নিয়ে আসে।

সে এ বছর কাতলাগাড়ি ডিগ্রি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নিচ্ছে বলেও জানান ওসি।

আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং কুলাঙ্গার মোঃ সোহান হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি।