ব্রাক্ষণবাড়িয়া।।
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে ভানু লাল চন্দ্র (৩৫) নামে এক গ্রাম পুলিশ নিহত হয়েছেন।
শনিবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার তালশহর-বাহাদুরপুর সড়কে এই ঘটনা ঘটে।
নিহত ভানু লাল চন্দ্র তালশহরের হরি চরন দাশের ছেলে। তিনি তালশহর ইউনিয়ন পরিষদে গ্রাম পুলিশ হিসেবে চাকরি করতেন।
তালশহর ইউনিয়নের চেয়ারম্যান আবু সামা মিয়ার ছেলে আমির হোসেন জানান, সকালে চেয়ারম্যানের ব্যক্তিগত গাড়ির জ্বালানি তেল আনতে চালকের সঙ্গে ভানু লালকে পাঠানো হয়। গাড়িটি তালশহর-বাহাদুরপুর সড়ক হয়ে আশুগঞ্জ যাচ্ছিল। সড়কটি দিয়ে কিছুদূর যাওয়ার পর কয়েকজন যুবক গাড়ি লক্ষ্য করে এলোপাথারী গুলি ছুড়ে পালিয়ে যায়।
এসময় একটি গুলি ভানু লালের মাথায় বিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
তিনি আরও জানান, নির্বাচনের বিরোধ নিয়ে আগে থেকেই বিভিন্ন হুমকি-ধামকি দেয়া হচ্ছিল। এরই জের ধরে হয়তো আমরা গাড়িতে আছি মনে করেই গুলি চালানো হয়েছে। ভানু লাল হামলাকারীকে চিনে ফেলায় তাকে হত্যা করা হয়েছে।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ আলম জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। এই ঘটনায় জড়িতদের কেউ ছাড় পাবে না বলে তিনি জানান।
[gs-fb-comments]Copyright © 2023 Amaderkatha | Design & Developed By: Design Ghor