
ব্রাহ্মণবাড়িয়া ॥
শব্দ দূষণকেই ব্রাহ্মণবাড়িয়া শহরের সাম্প্রতিক প্রধান সমস্যা হিসাবে চিহ্নিত করেছে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সমন্বয়ে গড়ে উঠা নাগরিকদের একটি সংগঠন। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের একটি রেষ্টুরেন্টে ডেমোক্রেসী ইন্টারন্যাশনালের সহায়তায় এ্যাডভোকেসী টীম ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে স্থানীয় সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানে করণীয় ঠিক করতে এক মতবিনিময় সভায় এ অভিমত ব্যক্ত করা হয়। এ্যাডভোকেসী টীমের সমন্বয়ক ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পীর সভাপতিত্বে ও সংস্কৃতি সংগঠক মো.মনির হোসেন এর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক এবিএম মোমিনুল হক,জেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য এড.তাসলিমা সুলতানা খানম নিশাত, জেলা জাতীয় পার্টির যুগ্ম সদস্য সচিব আবু কাউসার খান, জেলা বিএনপির মহিলা সম্পাদিকা শামীমা বাছির স্মৃতি, জেলা মহিলা দল সভাপতি এড.ইসমত আরা, মহিলা আওয়ামীলীগ নেত্রী পৌর কাউন্সিলর হালিমা মোর্শেদ, সাংবাদিক বিশ^জিৎ পাল বাবু, আখাউড়া উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাত পারভীন স্মৃতি, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মুক্তি খান, তিতাস আবৃত্তি সংগঠন সহকারি পরিচালক বাছির দুলাল, এইমস কিডস স্কুলের পরিচালক এএসএম মুকিত, স্কুল শিক্ষক উত্তম কুমার দাস, বিডি ক্লিন এর সোহান আহমেদ, ড্রিম ফর ডিসএবলিটি ফাউন্ডেশনের জান্নাত রাইহানা সুইটি, অসহায় মানুষের পাশে সংগঠনের মারুফ খান। স্বাগত বক্তব্য রাখেন ডেমোক্রেসী ইন্টারন্যাশনালের আঞ্চলিক সমন্বয় আবুল বাশার। সভায় এম্বুলেন্সের বিকট আওয়াজ, অটো রিক্সা,ইলেকট্রিক রিক্সা, মোটর সাইকেল ও টমটমের হাইড্রোলিক হর্ণের বিকট শব্দ থেকে শহরবাসীকে রক্ষার জন্য বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়। এছাড়া সামাজিক বিভিন্ন অনুষ্ঠানের নামে মাঝরাত পর্যন্ত উচ্চশব্দে অনুষ্ঠান না করার জন্য শহরবাসীকে সচেতন হওয়ার আহবান জানানো হয় সভায়। শব্দ দূষণ বিরোধী সচেতনতা বৃদ্ধি ও প্রতিরোধ কল্পে আগামী ১৬ এপ্রিল সকালে জেলা প্রশাসক, পুলিশ সুপার, পৌর মেয়র, সিভিল সার্জন বরাবর স্মারকলিপি প্রদান এবং দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিক সম্মেলন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় সভায়।