ব্রাক্ষণবাড়িয়া।।
ব্রাক্ষণবাড়িয়া শহরের কাজীপাড়ায় মন্দিরের প্রতিমা মূর্তি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় থানায় পুলিশ এখন পর্যন্ত মামলা দায়ের করেন নি।পুলিশ ও স্থানীয়রা জানায়, গত রবিবার রাতে কাজীপাড়ার দুর্গামন্দিরের প্রতিমা , সরস্বতী, দুর্গা, মহিশাসুর, মহিষ ও সিংহ মূর্তি ভাঙচুর করে দুর্বৃত্তরা।
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট জেলা কমিটির সাধারন সম্পাদক প্রবীর চৌধূরী রিপন বলেন, এই মন্দিরে প্রতিদিনই নিত্য পূজা হয়ে থাকে কাল রাতে পুজা শেষে মন্দির বন্দ করে চলে যাওয়ার পর দুরবৃত্তরা এঘটনা ঘটায়।আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি। কিন্তু দুর্বৃত্তরা হামলা চালিয়ে মন্দিরের প্রতিমার হাত ও মাথা ভেঙে ফেলে।
তিনি আরো বলেন, এই জেলায় আমরা শান্তি ও সম্প্রীতির মধ্য দিয়ে পূজা-পার্বণ করে আসছি। এ ধরনের কোনো ন্যক্কারজনক ঘটনা আগে ঘটেনি।
এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা রজু হয়নি বলে পুলিশ সুত্র জানায়।
Copyright © 2023 Amaderkatha | Design & Developed By: Design Ghor