সরাইলে বিদ্যুৎস্পৃষ্টে এক জেলের মৃত্যু

৮ এপ্রিল, ২০১৯ : ১:৩৪ অপরাহ্ণ ৪১৬

ব্রাহ্মণবাড়িয়া।।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিদ্যুৎস্পৃষ্টে অধীর দাস (৪৫) নামে এক জেলে মারা গেছে।

সোমবার (৮ এপ্রিল) সকালে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ধরন্তী এলাকার এই ঘটনা ঘটে।

এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালে আনার আগেই অধীর দাস মারা যান। মৃতদেহের ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। সে ওই গ্রামের দৌলত পাড়া এলাকার অনীল দাসের ছেলে।

সকালে অধীর মাছ ধরা শেষে রিকশা গ্যারাজ থেকে তার মালিকানাধীন রিকশা আনতে যায়। পরে সে সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মফিজ উদ্দিন ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই ব্যাপারে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

[gs-fb-comments]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com