আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

ময়মনসিংহে পুকুর খনন কালে কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার

সারাদেশ 9 April 2019 ৫০২

ময়মনসিংহ।।

ময়মনসিংহের ফুলপুরে পুকুর খনন কালে প্রায় কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার!
উপজেলার বওলা ইউনিয়নের লস্করপাড়া থেকে ফুলপুর থানা পুলিশ ওই মূর্তি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
জানা যায়, ফুলপুর উপজেলার বওলা ইউনিয়নের লস্করপাড়া এলাকার মতিউর রহমান নামে এক কৃষক তার একটি পুকুর খনন করার জন্য শ্রমিক লাগান।শুক্রবার (৫ এপ্রিল) দুপুরে শ্রমিক পুকুর খননের সময় পার্শ্ববর্তী জনৈক জরুল খায়ের কন্যা শাহানা খাতুন (১৪) একটি মূর্তি দেখতে পায় এবং তা উদ্ধার করে এলাকাবাসীর সহযোগিতায় বাড়িতে নিয়ে যায়। পরে বিষয়টি জানাজানি হলে শত শত উৎসুক জনতা মূর্তিটি দেখার জন্য লস্কর পাড়ার ওই বাড়িতে ভীড় জমায়। এক পর্যায়ে বওলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী নাসিম বিষয়টি প্রশাসনকে অবহিত করেন।