দিনাজপুর।।
দিনাজপুরে দুস্থ নারীদের জন্য বরাদ্দকৃত সরকারি (ভিজিডি) চাল আত্মসাতের অভিযোগে হাকিমপুর উপজেলার ৩-নং আলীহাট ইউনিয়নের চেয়ারম্যান গোলাম রসুল বাবুকে আটক করেছে পুলিশ।
উপজেলার আলীহাট ইউনিয়ন পরিষদ থেকে মঙ্গলবার রাত সোয়া ৯টায় তাকে আটক করা হয়।
আটক বাবু ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন বলে জানা গেছে।
উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম জানান, দুস্থদের মাঝে ভিজিডির চাল বিতরণের জন্য দুই মাসের চাল উত্তোলন করেন ইউপি চেয়ারম্যান। তারপর তিনি ভুক্তভোগীদের মাঝে এক মাসের চাল বিতরণ করেন। এই অভিযোগের ভিত্তিতে রাতে আলীহাট ইউনিয়ন চেয়ারম্যান গোলাম রসুল বাবুকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে চেয়ারম্যান এক মাসের চাল বিতরণের কথা স্বীকার করেন। আর আরেক মাসের চালের হিসাবের কোনো উত্তর দিতে পারেনি।
তিনি আরও বলেন, এক মাসের ৬৯৮ জন ভুক্তভোগীর ৩০ কেজি করে ২১ মেট্রিক টন চাল আত্মসাতের অভিযোগে তাকে আটক করা হয়। এ বিষয়ে তার বিরুদ্ধে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা লস্কর থানায় মামলা করেছেন।
চেয়ারম্যান বাবুকে বুধবার দুপুরে জেল হাজতে পাঠানো হয়েছে।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুস্থদের চাল আত্মসাতের অভিযোগে চেয়ারম্যান বাবুকে আটক করা হয়েছে।
[gs-fb-comments]Copyright © 2021 Amaderkatha | Design & Developed By: Design Ghor