
ঢাকা।।
যে সকল ফিজিও থেরাপিস্টগণ নামের আগে ডাক্তার (ডাঃ) লিখে রোগীদের সাথে রিতিমত প্রতারণা করে আসছেন ও যারা এই ধরনের ভূয়া ডাক্তার দ্বারা প্রতারিত হয়ে আসছেন পোস্টটি তাদের জন্য আবার দেয়া হল।
ফিজিওথেরাপি হচ্ছে চিকিৎসা শাস্ত্রে ব্যাবহৃত কিছু ব্যায়াম। আর যিনি বা যারা এই ব্যায়াম করান তাদেরকে ফিজিওথেরাপিস্ট বলা হয় যিনি ব্যাচেলর ইন ফিজিওথেরাপি (বিপিটি) অথবা ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি ডিগ্রী ধারী হয়ে থাকেন ।
অর্থোপিডিক্স ও নিউরোলজিক্যাল বিভিন্ন রোগে জন্য চিকিৎসার পাশাপাশি স্পেশাল কিছু ব্যায়ামের প্রয়োজন হয়। ডাক্তারগণ সেই সকল রোগীদের ব্যায়াম করানোর জন্য ফিজিওথেরাপিস্টগণের নিকট প্রেরণ করেন।
মনে রাখবেন, এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ব্যাতিত কেউ ডাক্তার লিখতে পারেন না।
আপনার আশে পাশে এধরনে প্রতারক চোখে পড়লে আপনার সিভিল সার্জন অফিস / থানা/বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) এ তাদের ব্যাপারে অবহিত করুন।
এই ধরনের ভূয়া পদবি ব্যাবহারের শাস্তি ৩ বছর কারাদণ্ড বা ১ লক্ষ টাকা অর্থদণ্ড।