
এম. নাঈমুর রহমান।।
নবীনগর জালশুকা গ্রামে মাহফুজা করিম ফাউন্ডেশনের উদ্যোগে জালশুকা ঈদগাহ্ ময়দানে নিরাপদ মাতৃত্ব নিশ্চিত কল্পে আলোচনা সভা ও বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান অনুষ্টিত হয়েছে। সাতঘর হাটি কমিউনিটি ক্লিনিকের হেলথ কেয়ার প্রোভাইডার এম. নাঈমুর রহমানের সঞ্চালনায় ও জাতীয় বক্ষব্যাধি ইন্সটিউট ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডাঃ রুহুল আমিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলার সিভিল সার্জন ডাঃ মোঃ শাহ্ আলম।
নিরাপদ মাতৃত্ব নিশ্চিত কল্পে গুরুত্বপৃর্ণ আলোচনা করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ জেসমিন কবির, ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের স্ত্রীরোগ ও প্রসূতি বিদ্যায় বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ মোহিনী বেগম, ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ এষণা বর্ধন পাল।
অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বড়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন, সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক বাবুল, নবীনগর উপজেলা যুবলীগের সহ-সভাপতি মাসুম কবির চাঁদ ও নবীনগর উপজেলা সাস্থ্য কম্পপ্লেস্কের স্বাস্থ্য পরিদর্শক মোঃ মিজানুর রহমান।
আলোচনা সভা শেষে প্রায় দেড়শতাধিক রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।