ব্রাক্ষণবাড়িয়া।।
আজ জেলা পরিষদ মিলনায়তনে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়এতে সভাপতিত্ব করেন নাজিবুল্লাহ নাজু। সভায় ২১সদস্য বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের কমিটি গঠন হয়েছে । ব্রাক্ষণবাড়িয়া নিউজ টুয়ান্টি ফোরের সম্পাদক নাজিবুল্লাহ নাজু সভাপতি,সাপ্তাহিক,সাকিয়াতের ভারপ্রাপ্ত সম্পাদক, মোহাম্মদ রুহুল আমীন সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সাপ্তাহিক আমাদের কথা’র সম্পাদক ও দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি প্রবীর চৌধুরী রিপন,সিনিয়র সহ-সভাপতি সাপ্তাহিক তিতাসের সম্পাদক রেজাউল করিমকে উপস্হিত সকল সদস্যদের মতামতের ভিতিত্তে সর্বসন্মতি ক্রমে কন্ঠ ভোটে নির্বাচিত করা হয়। ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের সদস্যপদ গ্রহণ করতে ইচ্ছুক সমগ্র জেলার সাংবাদিকদের কে এ মাসের মধ্যেই সদস্যপদ ফরম নেয়ার সুযোগ রাখা হয়েছে। এই ক্লাব সকল সাংবাদিকদের কল্যানে কাজ করবে বলে উপস্হিত সকলেই আশাবাদ ব্যাক্ত করেন।দিনব্যাপী সভায় উপস্হিত সকল সদস্যই একে একে সকলের অভিমত প্রকাশ করেন। সাংবাদিকদের মান মর্যাদা বৃদ্ধির লক্ষে সকল সাংবাদিক বন্দুদেরকে এক সাথে থাকার জন্য আহবান জানান।আর যারা সাংবাদিকতার নামে অপসাংবাদিকতায় ব্যাস্ত এবং নামধারী কিছু সাংবাদিক তাদের পরিহার করার জন্য সকলের প্রতি আহবান জানানো হয়।
[gs-fb-comments]Copyright © 2023 Amaderkatha | Design & Developed By: Design Ghor