ব্রাক্ষণবাড়িয়ার নাসিরনগরের বাঘী গ্রামে যুবক খুন

১৪ এপ্রিল, ২০১৯ : ১২:১৪ অপরাহ্ণ ৪৬৭

নাসিরনগর।।

শনিবার দিবা গত রাত ১১টায় জেলার নাসিরনগর উপজেলার বাঘী গ্রামের চক বাজারে অবস্থিত নিজের টং দোকান বন্ধ করে নিজের বাড়িতে আসার পথে নিখোঁজ হয় রাহুল সরকার(১৩) নামেন এক যুবক। অনেক খুজাখুজি করে রাত অনুমান ২ ঘটিকার দিকে বাড়ির পাশে পুকুর পাড়ের পাশে ঝোপ জঙ্গলের মধ্য থেকে রাহুলের মৃত দেহ পাওয়া যায়।

সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হস চাতলপাড় তদন্ত কেন্দ্রের এস অাই জৌলুস খান।

তবে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে মৃত রাহুলের শরীরে কোন ক্ষত চিহ্ন পাওয়া যায়নি।তবে যেহেতু লাশটি জঙ্গলে ফেলে রাখা হয়েছে, তাই এই মৃত্যু নিয়ে রহস্যের ধুম্রজাল সৃষ্টি হয়েছে।
লাশের ময়নাতদন্তের জন্য ব্রাহ্মনবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

উল্লেখ্য ৩ বোনের ছোট মাত্র এক ভাই রাহুল।প্রিয় সন্তান রাহুলকে হারিয়ে বাবা যোগিন্দ্র সরকার (৭০) কেঁদে কেঁদে বার বার মূর্ছা যাচ্ছেন।

চাঞ্চল্যকর এই করুন মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে গ্রামবাসীর মধ্যে শোকের ছায়া নেমে অাসে।

[gs-fb-comments]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com