ছাত্রকে বলাৎকারের অভিযোগেএক মাদ্রাসা-শিক্ষক আটক

১৬ এপ্রিল, ২০১৯ : ১১:০০ পূর্বাহ্ণ ৩৯৫

ফেনী।।
ফেনীর দাগনভূঞায় রাজাপুর ইউনিয়নের কোরেশমুন্সি এলাকায় এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে শহিদুর রহমান নামের এই মাদ্রাসা-শিক্ষককে আটক করেছে পুলিশ।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত রোববার (১৪ এপ্রিল) রাতে শহিদুর রহমানের হাতে বলাৎকারের শিকার হয় দ্বিতীয় শ্রেণির ওই আবাসিক ছাত্র। বিষয়টি বাড়িতে গিয়ে অভিভাবকদের জানিয়ে দেয় সেই শিশু। পরে তার বাবা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ্ আহম্মদ পাঠান বাংলানিউজকে জানান, পুলিশ অভিযুক্ত শিক্ষককে আটক করে আদালতে পাঠিয়েছে।

[gs-fb-comments]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com