নাসিরনগর।।
মহান অাল্লাহ তায়ালার বিশেষ রহমত।মাননীয় প্রধান মন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নির্দেশীত নীতিমালা অনুযায়ী অাগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা মেম্ভার পদে এস,এস সি ও চেয়ারম্যান পদে এইচ এস,সি বাস্তবায়িত হলে,দলীয় নেতাকর্মী ও এলাকার সর্বসস্তরের জনগণ ও সাধারণ ভোটারদের অকুন্ঠ সর্মথন থাকে,তাহলে ব্রাক্ষণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ৬ নং বুড়িশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে লড়তে পারেন অাশুরাইল গ্রামের কৃতি সন্তান,১৯৯৬ সালে পুলিশ কতৃক নিযার্তিত স্কৈরাচার বিরোধী অান্দোলনের। নেতৃত্বদানকারী নেতা, সাবেক বুড়িশ্বর ইউ,পি ছাত্রলীগ সভাপতি ক্ষুরধার সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোঃ অাব্দুল হান্নান।
[gs-fb-comments]Copyright © 2023 Amaderkatha | Design & Developed By: Design Ghor