ব্রাক্ষণবাড়িয়া।।
আনন্দময়ী কালী বাড়ীতে শুরু হওয়া ভুবনমঙ্গল কীর্তন সমিতির ৯ দিনব্যাপী অনুষ্ঠান মালার আজ ৮ম দিনে অষ্টপ্রহর ব্যাপী হরিনাম সংকীর্তন আজ দুপুরে পরিদর্শন করেন পৌর মেয়র নায়ার কবীর।এসময় উপস্হিত ছিলেন ভুবনমঙ্গল কীর্তন সমিতির সভাপতি সুভাষ চন্দ্র পাল,সাধারন সম্পাদক আশিষ পাল,যুগ্ন- সস্পাদক পরিতোষ রায়,জেলা জাতীয় হিন্দু মহাজোটের সাধারন সম্পাদক প্রবীর চৌধূরী রিপন পপৌরসভার ববিভিন্ন কর্মকর্তাগনসহ আরো অনেকে।আগামীকাল এই অনুষ্ঠানের শেষ দিন এবং মহাপ্রসাদ বিতরন করা হবে।এই ভুবনমঙ্গল কীর্তন সমিতি বিগত ৬৭ বছর যাবত হয়ে আসছে জীব ও জগতের কল্যান কামনায়।
[gs-fb-comments]Copyright © 2023 Amaderkatha | Design & Developed By: Design Ghor