
বিজয়নগর।।
ব্রাহ্মণবাড়িয়ায় আপস না করায় ধর্ষণের শিকার কিশোরীর পরিবারের ঘরে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে জেলার সীমান্তবর্তী উপজেলা বিজয়নগরে। এতে ভুক্তভোগী পরিবারটি আতঙ্কে দিন কাটচ্ছে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৫ বছরের কিশোরীকে প্রতিবেশী শিশু মিয়া (২৫) কৌশলে ধর্ষণ করে। এতে ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে একটি শিশুসন্তান জন্ম দেয়। ওই ছেলে সন্তানের বয়স এখন চার মাস। এ ঘটনায় আদালতে মামলা করা হলে কিশোরীর বাবাকে নানাভাবে হুমকি দেওয়া হয় এবং মামলা উঠিয়ে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হয়। এ ঘটনাকে কেন্দ্রে করে শনিবার সকালে শিশু মিয়ার লোকজন কিশোরীর বাড়িতে গিয়ে তাদের মারধর করে এবং ঘর থেকে বের করে দুটি বসতঘরে তালা লাগিয়ে দেয়। এতে তারা খোলা আকাশের নিচে আশ্রয় নেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালা ভেঙে তাদেরকে ঘরে ওঠায়।ভুক্তভোগী কিশোরীর বাবা এনটিভি অনলাইনকে বলেন, ‘শিশু মিয়ার লোকজন বিষয়টি মীমাংসার কথা বলে আমাদের চাপ দিচ্ছে। আমাদের ঘর থেকে বের করে ঘরে তালা দিয়া দিছে। আমি মামলা দেওয়ার পর তারা মিথ্যা মামলা দিয়ে আমাকে ১১ দিন জেল খাটায়ে আনছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফয়জুল আজীম বলেন, আসামিকে গ্রেপ্তারে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।