ব্রাহ্মণবাড়িয়া।।
ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান, দেশ বরেণ্য লোক সঙ্গীত গবেষক শিল্পী, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ(আই ইউ বি)’র সামাজিক ও মানবিক বিজ্ঞান অনুষদের ডীন কান্দিপাড়ার বাসিন্দা প্রফেসর ড. মাহবুব পিয়াল আর বেঁচে নেই( (ইন্নানিল্লাহ.. রাজেউন)। বুধবার অপরাহ্নে ইংল্যান্ডের বার্মিহামে তিনি শেষ নিশ^াস ত্যাগ করেন। একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে তিনি গতকালই ইংল্যান্ড গিয়েছিলেন। মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৫৩ বছর। তিনি মা, স্ত্রী, ৩ ভাই সহ অসংখ্য আত্মীয় স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। সন্ধ্যায় মাহবুব পিয়ালের মৃত্যুর খবর ব্রাহ্মণবাড়িয়ায় পৌঁছলে শোকের ছায়া নেমে আসে। মরহুমের বড় ভাই ব্রাহ্মণবাড়িয়া ইন্ড্রাস্ট্রিয়াল স্কুলের তত্বাবধায়ক চমন সিকান্দার জুলকার নাইন জানান,আমার ছোট ভাই ড. মাহবুব পিয়াল আজ অপরাহ্নে ইংলেন্ডে আকস্মিক ভাবে শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন, মরহুমের মরদেহ দেশে আনার প্রক্রিয়া শুরু হয়েছে, ৪/৫ দিন সময় লাগতে পারে,বিস্তারিত পরে জানানো হবে।তিনি সকলকে দোয়া করার অনুরোধ জানিয়েছেন।
এদিকে সাহিত্য একাডেমির প্রতিষ্ঠাকালীন সদস্য ড. মাহবুব পিয়াল এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন ও সাধারণ সম্পাদক একেএম শিবলী।
Copyright © 2021 Amaderkatha | Design & Developed By: Design Ghor