ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাটারিচালিত অটোরিকশা চাপায় মাদ্রাসার ছাত্র নিহত

২৫ এপ্রিল, ২০১৯ : ৯:০৩ পূর্বাহ্ণ ৫৯৪

ব্রাহ্মণবাড়িয়া।।

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক পপার হতে গিয়ে ব্যাটারিচালিত অটোরিকশা চাপায় ইমামিন (১৩) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা শহরের কাজীপাড়ায় কালীবাড়ি মোড়-পৈরতলা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু শহরের কাজীপাড়ার মাহমুদ শাহ মাজার এলাকার ফজলু মিয়ার ছেলে ও খতমে নবুওয়াত মাদ্রাসায় পড়াশোনা করত।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইয়ামিন সড়ক পার হচ্ছিল। এ সময় কালীবাড়ি মোড়ের দিকে যাওয়া একটি দ্রুতগামী ব্যাটারিচালিত অটোরিকশা তাকে চাপা দিলে স্থানীয়রা উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসে। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসক জানান, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই সে মারা যায়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ২নং ফাঁড়ির ইনচার্জ সোহাগ রানা জানান, ঘটনার খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।

[gs-fb-comments]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com