ব্রাহ্মণবাড়িয়া।।
ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে মোঃ ইউনুছ আলী-(৩২) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। তার হাজতি নং ১৮০/১৯।
মৃত মোঃ ইউনুছ আলী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার বড় লৌহঘর গ্রামের মোঃ রফিক ফকিরের ছেলে।
শুক্রবার (২৬ এপ্রিল) বিকেল ৪টায় চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের তত্ত্ববধায়ক (জেল সুপার) মোঃ নুরুন্নবী ভূইয়া জানান, একটি মাদক মামলায় চলতি বছরের ১০ জানুয়ারি ইউনুছ আলীকে জেলা কারাগারে প্রেরণ করে আদালত।
তিনি বলেন, গত কয়েকদিন ধরে তাকে একটু চিন্তিত মনে হচ্ছিল। শুক্রবার দুপুর আড়াইটায় কারাগারের ভেতরে হৃদরোগে আক্রান্ত হয় সে। সাথে সাথে তাকে জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়। বিকেল সাড়ে তিনটার দিকে তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হলে বিকেল ৪টায় সে মারা যায়।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মোঃ শাখাওয়াত হোসেন বলেন, শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে আশংকাজনক অবস্থায় অসুস্থ ইউনুছ আলীকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টায় সে মারা যায়। তিনি বলেন, কি কারনে তার মৃত্যু হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত তা নিশ্চিত করে বলা যাবে না।
[gs-fb-comments]Copyright © 2021 Amaderkatha | Design & Developed By: Design Ghor