
ব্রাহ্মণবাড়িয়া।।
ব্রাহ্মণবাড়িয়ায় শরবতের সাথে বিষ পান করিয়ে মুরসাদুল্লাহ জয় (১২) নামের এক স্কুলছাত্রকে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার ভোর রাতে সে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে মারা যায়।
জয় জেলা শহরের মেড্ডার সাব কন্ট্রাক্টর শাহীন কবিরের ছেলে ও ঘাটুরা বঙ্গবন্ধু হাই স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।
শাহীন কবির অভিযোগ করে বলেন, ‘জয় আমার দ্বিতীয় স্ত্রীর সন্তান। তারা সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরায় বসবাস করে। বৃহস্পতিবার বিকেলে জয় বাসায় শুয়েছিল। এ সময় স্থানীয় মিলন বাজারের মুদি দোকানদার কুতুব মিয়া একজন কর্মচারীকে বাসায় পাঠিয়ে জয়কে যেতে বলেন। ওই কর্মচারীর সাথে জয় যাওয়ার পর দোকানে থাকা কুতুব মিয়া জয়কে শরবত খেতে বললে সে অপারগতা প্রকাশ করে। পরে জোর করে জয়কে ওই শরবত পান করায় কুতুব মিয়া। জয় বাসায় ফিরে এসে বমি করতে থাকলে জিজ্ঞেস করার পর পরিবারের কাছে ঘটনা খুলে বলে। পরে পরিবারের সদস্যরা জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে জয়কে প্রয়োজনীয় চিকিৎসা দিতে ভর্তি করা হয়। কিন্তু শুক্রবার ভোররাতে সে মারা যায়।’
তিনি আরো বলেন, মুদির দোকানি কুতুব মিয়া বিষ পান করিয়ে আমার ছেলেকে হত্যা করেছে। কুতুব মিয়া এলাকা থেকে পালিয়ে গেছে। এ ঘটনায় হত্যা মামলা করার প্রস্তুতি নিচ্ছি।
সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, আমরা খবর পেয়ে জেলা সদর হাসপাতাল মর্গে এসেছি। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।