কিংবদন্তি অভিনেতা এটিএম শামসুজ্জামান হয়ে হাসপাতালে

২৭ এপ্রিল, ২০১৯ : ১০:২৪ পূর্বাহ্ণ ৬১৪

ঢাকা।।

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কিংবদন্তি অভিনেতা এটিএম শামসুজ্জামান। শুক্রবার দিবাগত রাতে অসুস্থ হলে তৎক্ষনাত তাকে রাজধানীর আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানায় তার পরিবার।

এ বিষয়ে এটিএম শামসুজ্জামানের ছোট ভাই শেখ রাসেল ক্রীড়া চক্রের পরিচালক আলহাজ সালেহ জামান সেলিম জানান সমকাল অনলাইনকে জানান এ তথ্য।

সালেহ জামান সেলিম জানান, বয়স হয়েছে ভাইয়ার। তাই বার্ধক্যজনিত কারণে প্রায় সময়ই তার শরীর খারাপ থাকে। তবে গতকার একটু বেশিই খারাপ হলে চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

আজ দুপুরে অপারেশন হওয়ার কথা এটি এম শামসুজ্জামানের। এ বিষয়ে তার ভাই জানান, হঠাৎ করে তার মলত্যাগে জটিলতা দেখা দেয়। এজন্য আজ দুপুরে জরুরি ভিত্তিতে তাকে অপরেশন থিয়েটারে নেয়া হয়েছে।পরে অস্ত্রোপচার করা তাকে।

আজগর আলী হাসপাতালে হাসপাতালে এই গুণী অভিনেতা প্রফেসর ডা. রাকিব উদ্দিনের তত্ত্বাবধানে রয়েছেন বলে জানানো হয়েছে। তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার ভাই।

[gs-fb-comments]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com