শপথ নিলেন বিএনপির নির্বাচিত আরো ৪ সংসদ সদস্য

২৯ এপ্রিল, ২০১৯ : ১২:৩৮ অপরাহ্ণ ৪৯৬

ঢাকা।।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে নির্বাচিত চার সংসদ সদস্য শপথ নিয়েছেন। জাতীয় সংসদে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সোমবার (২৯ এপ্রিল) বিকেল পৌনে ছয়টায় তাদের শপথ বাক্য পাঠ করান।

বিএনপি থেকে নির্বাচিত এ চারজন সংসদ সদস্য হলেন— চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের হারুনুর রশীদ, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের আমিনুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আবদুস সাত্তার ভুঁইয়া ও বগুড়া-৪ আসনের মোশাররফ হোসেন।

শপথ নেয়ার আগে এই চারজন জিয়াউর রহমানের মাজারও জিয়ারত করেন।

এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপির ছয় প্রার্থীর মধ্যে আগেই শপথ নিয়েছেন ঠাকুরগাঁও-৩ আসন থেকে নির্বাচিত জাহিদুর রহমান জাহিদ। শপথ নেওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বগুড়া-৪ আসন থেকে নির্বাচিত দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নিচ্ছেন না।

শপথ গ্রহণের আগে এ বিষয়ে হারুনুর রশীদ বলেন, ‘দেশে সরকার থাকবে অথচ আইনের শাসন থাকবে না এটা হতে পারে না। তারেক রহমানের নির্দেশে আমরা শপথ নিতে যাচ্ছি।

[gs-fb-comments]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com