আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

বিজয়নগরে সরকারী জমি জবর দখলের অভিযোগে আগামী২ মে মানববন্দন

ব্রাহ্মণবাড়িয়া 30 April 2019 ৪৮৭

বিজয়নগর।।

ব্রাক্ষণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলা সদরে সরকারী কয়েক কোটি টাকার সম্পত্তি জাল দলিল করে জবর দখল করে রেখেছে এক ইউপি চেয়ারম্যান ও স্হানীয় প্রভাবশালীরা।এ ঘটনায় বিজয়নগর উপজেলার মির্জাপুর গ্রামের জমিদার পুত্র ভূপেষ চন্দ্র চৌধূরী বাদী হয়ে ১৯৯৯ সালে জাল দলিল সৃষ্টি ও প্রতারনার অভিযোগে খাদুরাইল গ্রামের জারু মিয়া,ইছাপুরা ইউপি চেয়ারম্যান জিয়াউল হক বকুল,বাবুল আক্তারসহ প্রভাবশালী ভুমিদস্যুদের বিরুব্দে তৎকালীন ব্রাক্ষণবাড়িয়া সদর থানায় মামলা দায়ের করেন।২০০১ সালে জেলা গোয়েন্দা পুলিশের এস,আই আব্দুল মান্নান দীর্ঘ তদন্ত শেষে জারু মিয়া,জিয়াউল হক বকুলসহ ৫৩ জনের বিরুব্দে জা জালিয়াতির ধারায় আদালতে অভিযোগপত্র দাখিল করেন।কিন্তু এর মাঝে দীর্ঘ দিন মামলাটি স্হগিত থাকার পর অভিযুক্তদের বিরুব্দে ব্রাক্ষণবাড়িয়া চীপ জুডিসিয়াল ম্যাজিষ্টট মাসুদ পারভেজ আগামী ১৫ মেআসামীদের আদালতে হাজির হওয়ার সমন জারি করেন।এ খবরে এলাকাবাসী ভুমিদস্যুদের বিচারের দাবীতে এবং সরকারী সম্পত্তি উদ্দারের লক্ষে আগামী ২ মে সকাল ১০ টায় বিজয়নগর উপজেলার মির্জাপুরে এক মানববন্দনের ডাক দিয়েছে।এব্যাপারে বিজয়নগর ইউ এন ও এবং থানার ওসিকে মানববন্দনের করার জন্য এলাকাবাসীর পক্ষে লিখিত আবেদন করেন খাদুরাইল গ্রামের মোশারফ হোসেন। এব্যাপারে বিজয়নগর ইউএন মেহের নিগার জানান তৎকালীন আর,ডি,সি এমামলাটি করেছিলেন বলে শুনেছি তবে এবিষয়ে আমার কাছে কোন কাগজপত্র নেই।সরকারি সম্পত্তি দখলমুক্ত করতে প্রশাসন তৎপর রয়েছে।