
ব্রাক্ষণবাড়িয়া।।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে সোমবার বিকেলে দেশে ফিরেছে ত্রি-দেশীয় সিরিজে জয়ী বাংলাদেশের ড্রিম ফর ডিসঅ্যাবিলিটি হুইলচেয়ার ক্রিকেট টিম। এসময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
প্রতিষ্ঠাতা সভাপতি হেদায়েতুল আজিজ মুন্না বলেন, ভারতের কলকাতার এন.কে.ডি স্টেডিয়ামে ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজে ভারত ও নেপালকে হারিয়ে সিরিজ বিজয়ী হয়েছি। এ বিজয় বাংলার ১৬ কোটি মানুষের। আগামী দিনে এশিয়া কাপ জয় করার প্রত্যাশা রয়েছে। বিজয়ের ট্রফিটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেয়ার ইচ্ছা রয়েছে।
দলের অধিনায়ক এমদাদুল আহমেদ খান বলেন, শক্তিশালী দল ভারতের পাশাপাশি নেপালকে হরিয়েছি। সবার সহযোগিতা পেলে আমরা এশিয়া কাপ জয় করবো। এ জন্য প্রধানমন্ত্রী এবং তার মেয়ে সায়েমা ওয়াজেদ পুতুলের সহযোগিতা চাই।
দলের সফর সঙ্গী ড্রিম ফর ডিসঅ্যাবিলিটি হইলচেয়ার ক্রিকেট টিমের উপদেষ্ঠা অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপান বলেন, হুইল চেয়ার নিয়ে উত্তেজনাপূর্ণ প্রতিটি ম্যাচে ভারত নেপালকে পরাজিত করেছে। যা প্রশংসনীয়।
বৃহস্পতিবার সকালে আখাউড়া স্থলবন্দর দিয়ে ২৬ সদস্যসের প্রতিনিধি দলটি ভারতের কলকতায় পৌঁছে। তিন দিন ত্রি-দেশীয় সিরিজ খেলে বিজয়ী বেশে দেশের মাটিতে ফিরে আসেন।