আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

ব্রাহ্মণবাড়িয়া অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের স্কেলের আঘাতে এক ছাত্র আহত

ব্রাহ্মণবাড়িয়া 1 May 2019 ৩৯৭

ব্রাহ্মণবাড়িয়া।।

ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষকের স্কেলের আঘাতে আহত হয়েছে এক ছাত্র। পড়া না পারায় স্টিলের স্কেল দিয়ে আঘাত করা হয় তাকে। এতে ছাত্রটির আঙুল কেটে যায়। আহত রাহিত (৭) নামের দ্বিতীয় শ্রেণির ওই ছাত্রকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে।

মঙ্গলবার সকালে শহরের অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত শিক্ষকের নাম নূরে আলম। তিনি স্কুলের ইসলাম শিক্ষা বিষয়ের শিক্ষক।
আহত রাহিত জানায়, সকালে ক্লাসে পড়া না পারার কারণে শিক্ষক নূরে আলম স্টিলের স্কেল দিয়ে তার হাতে আঘাত করেন। এতে তার ডান হাতের একটি আঙ্গুল কেটে রক্ত বের হয়।

তবে অভিযোগ অস্বীকার করে শিক্ষক নূরে আলম বলেন, রাহিতের হাতে আগেই ব্যান্ডেজ ছিল। সে স্কুলে আসার পর আমাকে বলেছে তার ফুফু তাকে হাসপাতালে যেতে বলেছেন। পরে আমি বলেছি তুমি হাসপাতালে চলে যাও।

অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা নাজমীন বলেন, ছেলেটা দুষ্টপ্রকৃতির। স্যার মারেনি। নিজেই ব্যথা পেয়েছে। সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে রেগে যান তিনি বলেন আপনারা এত প্রশ্ন করছেন কেন।