ব্রাক্ষণবাড়িয়া।।

মহাবিপদ সংকেতের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ। স্মরণকালের ভয়াবহ ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে ধেয়ে আসছে ফণী। বঙ্গোপসাগরে সৃষ্ট এই ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে ব্রাক্ষণবাড়িয়াসহ বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়েছে।
শুক্রবার সকাল থেকে এই বৃষ্টি শুরু হয়।
জানা গেছে, ফণীর প্রভাবে ব্রাক্ষণবাড়িয়া জেলার বিভিন্ন এলাকায় ভারী বর্ষণ শুরু হয়েছে। একই সঙ্গে বইছে ঠান্ডা বাতাস।