আজ ঐতিহাসিক ৭ মে

৭ মে, ২০১৯ : ৯:১৮ পূর্বাহ্ণ ৫৮৭

ঢাকা।।

আজ ঐতিহাসিক ৭মে, ২০০৭ সালের এই দিনে তৎকালিন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সকল রক্তচক্ষু উপেক্ষা করে গনতন্ত্রের মানসকন্যা সারা বাংলার গনতন্ত্রকামী মানুষের একমাত্র আস্থার ঠিকানা দেশরত্ন শেখ হাসিনা দেশে ফিরে আসেন।

এর আগে ১৮ এপ্রিল তৎকালিন অবৈধ সরকার ভীতসন্ত্রস্ত হয়ে নেত্রীর দেশে ফেরার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করে, ২৩ এপ্রিল নেত্রী লন্ডন থেকে দেশে ফেরার সময় ঐ অবৈধ সরকার সকল এয়ারলাইসেন্স কে বোর্ডিং পাস না দেওয়ার জন্য হুমকি প্রদান করে। সকল সংস্থার বাঁধা উপেক্ষা করে ৭মে নেত্রী দেশে ফিরে আসেন,সেদিন বাংলার লক্ষ লক্ষ জনতা বিমান বন্দর থেকে সুধা সদন পর্যন্ত নেত্রীকে নিরাপত্তা ও অভ্যর্থনা দিয়েছিল।

৭ মে ২০০৭, ১/১১ রক্ত চক্ষু উপেক্ষা করে জীবনের ঝুঁকি নিয়ে প্রিয় জন্মভূমিতে দেশরত্ন শেখ হাসিনা প্রত্যাবর্তন করেছিল বলেই বাংলাদেশে গনতন্ত্র পুনরুদ্ধার হয়েছিল, বাংলাদেশ আজ মাথা উঁচু করে দাড়িয়েছে।

[gs-fb-comments]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com