ব্রাহ্মণবাড়িয়া।।
ব্রাহ্মণড়িয়ার বাঞ্ছারামপুরে উপজেলায় অভিযান চালিয়ে নকল ‘ট্যাং’ (Tang) তৈরির একটি কারখানা সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় কারখানার দুই কর্মচারীকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৯ মে) দুপুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফুল ইসলাম।
ইউএনও শরীফুল জানান, গোপন সংবাদে দুপুরে উপজেলা সদরের সাব-রেজিস্ট্রি কার্যালয়ের পেছনে নকল ট্যাং তৈরির কারখানায় অভিযান চালানো হয়। এসময় কারখানার দুই কর্মচারী মামুন ও মনিরুলকে আটক করে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। পলাতক রয়েছেন কারখানাটির মালিক।
অভিযানে নকল ট্যাং তৈরির সরঞ্জামসহ মালামাল জব্দ করে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
Copyright © 2023 Amaderkatha | Design & Developed By: Design Ghor