
ডেস্ক।।
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র রাজনৈতিক বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদোল্লাহ জাওয়ানি বলেছেন, সম্প্রতি পারস্য উপসাগরে বিমানবাহী যুদ্ধজাহাজ ও বি-৫২ বোমারু বিমান মোতায়েন করার পরও ইরানের সঙ্গে যুদ্ধ শুরু করতে সাহস দেখাবে না ট্রাম্প প্রশাসন।
জেনারেল জাওয়ানি বলেন, “মার্কিন কর্মকর্তারা চিন্তাগত দিক থেকে গোলমেলে অবস্থার মধ্যে রয়েছেন।” ইরানের এ সেনা কর্মকর্তা আরো বলেন, মার্কিনিরা মনে করেছেন তারা ইরানি জনগণকে ভয় দেখাতে পারবেন এবং যুদ্ধের ভয় দেখিয়ে ও নিষেধাজ্ঞা দিয়ে তেহরানকে আলোচনায় বসতে বাধ্য করবেন। কিন্তু ইরানিরা এসব পরিস্থিতির সঙ্গে পরিচিত এবং আমেরিকা মোটেই বিশ্বাসযোগ্য নয়।
মার্কিন বিমান বাহিনী গতকাল (শুক্রবার) স্বীকার করেছে যে, ইরান থেকে আসা হুমকি মোকাবেলার জন্য বৃহস্পতিবার রাতে কাতারের একটি বিমান ঘাঁটিতে বি-৫২ বোমারু বিমান মোতায়েন করা হয়েছে। এছাড়া, বুধবার আরো কয়েকটি বিমান এশিয়ার অজ্ঞাত স্থানে মোতায়েন করা হয়। পাশাপাশি বিমানবাহী যুদ্ধজাহাজ আব্রাহাম লিংকনকে পারস্য উপসাগরে পাঠানো হয়েছে।