
ব্রাক্ষণবাড়িয়া।।
জেলা প্রশাসন ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে সিভিল সার্জন অফিসের সার্বিক সহযোগিতায় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ), ব্রাহ্মণবাড়িয়া কর্তৃক ৫ম বিশ্ব নিরাপদ সড়ক সপ্তাহ ২০১৯ উপলক্ষ্যে অদ্য ১৩ মে ২০১৯ তারিখ ভাদুঘর পৌর বাস টার্মিনালে ফ্রি মেডিকেল ক্যাম্প এর আয়োজন করা হয়। উক্ত মেডিকেল ক্যাম্প এ প্রায় অর্ধ-শতাধিক বাস চালকদের ব্লাড প্রেসার পরিমাপ, ব্লাড গ্রুপ নির্ণয়, রক্তে সুগারের পরিমাণসহ চোখের দৃষ্টি শক্তির পরীক্ষা করা হয়। উদ্বেগের বিষয় হচ্ছে চালকদের দৃষ্টি শক্তি পরীক্ষান্তে দেখা যায় মাত্র ১৫ জন চালকের দৃষ্টি শক্তি স্বাভাবিক (৬/৬) রয়েছে। অধিকাংশ চালকই চোখের নানাবিধ সমস্যায় ভুগছেন; অধিকন্তু কয়েকজন চালক চোখে ছানি নিয়ে ঢাকা-ব্রাহ্মণবাড়িয়া রোডে নিয়মিত গাড়ি চালাচ্ছেন। এছাড়াও বেশ কয়েকজন চালক উচ্চ রক্তচাপ জনিত সমস্যায় ভুগছেন। নিরাপদ সড়ক নিশ্চিতকল্পে যাত্রী-চালক সচেতনতার পাশাপাশি সকল গাড়ি চালকদের সুস্বাস্থ্যের বিষয়টিকে প্রাধান্য দেয়া এখন সময়ের দাবী।