নাসিরনগর।।
ব্রাক্ষণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের অন্তর্গত শ্রীঘর মেন্দি অালীর বাড়ি সংলগ্ন সরাইল নাসিরনগর মহাসড়কের উপর নির্মিতব্য জোড়া ব্রীজের একটিতে পাঠল সৃস্টি হয়ে ব্রীজের একটি মাথা দেবে গেছে।বর্তমানে অালাদা পাঠাতন দিয়ে জীবনের ঝুকি নিয়ে চলাচল করছে মানুষ ও যানবাহন।
রাজধানী ঢাকা,জেলা শহর ব্রাক্ষণবাড়িয়া ও সরাইল নাসিরনগর হয়ে হবিগঞ্জ,সিলেট মহাসড়ক এটি।উক্ত সড়ক ও ব্রীজের উপর দিয়ে প্রতিদিন শত শত সি,এন,জি মালামাল বোঝাই ট্রাক,যাত্রী বোঝাই বাস ও,সি,এন,জি জীবনের ঝুকি নিয়ে চলাচল করছে।ব্রীজটি দ্রুত সংস্কার না করা হলে যে কোন সময় ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা।
Copyright © 2021 Amaderkatha | Design & Developed By: Design Ghor