আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

বৃন্দাবনে সবাই রাধে রাধে বলে কেন ?’

সারাদেশ 17 May 2019 ৪৯৩

রিপন।।

বৃন্দাবনে একবার এক মহান সাধুর কাছে এক ব্যক্তি আসল। সাধুর কাছে গিয়ে সেই ব্যক্তি বলল–
সাধুজী, আমার একটা ছেলে আছে, ও কোন ভগবানকে মানে না। কোন পুজা পাঠ করে না, যখন ওকে বলি সাধুসঙ্গ কর, ও বলে কোন সাধু সন্তকে মানে না।আপনি কিছু করুন, ও যেন নরকে না যায়।
সাধুজী বললেন-ঠিক আছে।আমি তোমার বাড়ী যাব।
একদিন সাধুজী ঐ ব্যক্তির ঘরে গেলেন, তার ছেলেকে বললেন—-”বেটা, একবার রাধা বল।
ছেলেটা বলল- আমি কেন বলব ?
সাধুজী আরেকবার বললেন, একবার রাধা বল।
শেষে ছেলেটি বলল, এই যে আমি রাধে বললাম, কিন্তু কি ফল হল ?
সাধুজী বললেন- যখন তুমি মরে যাবে, তখন তুমি যমরাজকে জিজ্ঞাসা করো, একবার রাধা নাম বলার কী মহিমা। এটা বলে সাধুজী চলে গেলেন।
একদিন ছেলেটি মরে গেল, কিন্তু সে সাধুর কথামত যমলোকে গিয়ে যমরাজকে জিজ্ঞাসা করল,
আপনি আমাকে নরক বা স্বর্গে পাঠানোর আগে বলুন একবার রাধা নাম বলার মহিমা কি?
যমরাজ বলল– আমি তো জানি না কী মহিমা, মনে হয় ইন্দ্রদেব জানে, চল উনার কাছে যাই।
ছেলেটি দেখল, যমরাজ কিছু বলতে পড়ল না।
তখন সে যমরাজকে বলল- আমি এমনিতে যাব না,
পালকীতে যাব, তখন পালকী আনা হল।
ছেলেটি পালকি বাহকদের বলল- আপনারা যান, যমরাজজী আপনি ওদের জায়গায় পালকি নিয়ে চলুন। যমরাজ চলল, ইন্দ্রের কাছে এলেন।
ইন্দ্র বলল- এ কোন বিশেষ লোক নাকি?
যমরাজ বলল- এ পৃথিবী থেকে এসে, একবার রাধা নাম করার কি মহিমা এ জানতে চায়। আপনি বললেন ইন্দ্রদেব আমি তো জানি না।
ইন্দ্রদেব বললেন- মহিমা তো অনেক আছে আমি শুনেছি, তবে বলতে পারব না।এটা বলতে পারবে ব্রহ্মাজী।ঐ ছেলে ইন্দ্রদেবকে বললেন, দেবরাজ আপনিও আসে পালকীটা নিয়ে চলেন ব্রহ্মলোকে।
ব্রহ্মাজী বললেন- এটা কোন মহান ব্যক্তি, যাকে যমরাজ, দেবরাজ পালকীতে নিয়ে আসছে।
ব্রহ্মাজী বললেন- এ কে??
যমরাজ বললেন- এ পৃথিবী থেকে এসে জানতে চায় একবার রাধা নাম করার কি মহিমা এ জানতে চায়।
ব্রহ্মাজী আপনি তো নিশ্চয় জানেন।
ব্রহ্মাজী বললেন- ভগবানের মহিমা অনন্ত।
কিন্তু রাধা নামের মহিমা কি আমি ঠিক তা বলতে পারব না। শংকরজী মহিমা কি তা নিশ্চয় বলতে পারেন।ছেলেটি বলল–ব্রহ্মাজী পালকিতে তৃতীয় বাহক রূপে আপনি দয়া করে চলেন।
পালকী নিয়ে ব্রহ্মা, ইন্দ্র, যমরাজ চলিন কৈলাসে ভোলানাথের কাছে। শংকরজী বললেন, এটা কে??
কোন বিশেষ ব্যক্তি! যাকে যম, ইন্দ্র, ব্রহ্মা নিয়ে আসছে।ব্রহ্মাজী বললেন- পৃথিবী থেকে এসেছে, জিজ্ঞাসা করছে, একবার রাধা নাম করার কি মহিমা, আমি তো জানি না। আপনি তো নিশ্চয় জানেন।
আপনি সদা সমাধিতে ধ্যানে থাকেন। নাম করেন আপনি নিশ্চয় জানবেন।শংকরজী বললেন- হাঁ ভগবানের মহিমা অনন্ত কিন্তু রাধা নামের মহিমা আমি জানি না। ভগবান বিষ্ণু নিশ্চয় জানে ছেলেটি বলল- শিবজী পালকীতে চর্তুথ ব্যক্তি হিসেবে আপনি যদি আসেন। তখন পালকিতে চতুর্থ বাহক হয়ে শিবজী চললেন। তখন চারজন ভগবান বিষ্ণুর কাছে ঐ ব্যক্তিকে পালকিতে নিয়ে এলেন।ভগবান বিষ্ণুকে জিজ্ঞাসা করলেন— একবার রাধা নাম করার কি মহিমা ?ভগবান নারায়ন বললেন—-
রাধা নামে মহিমা এই যে,
যে ব্যক্তি একবার রাধা নাম বলবে তাকে পালকি করে চার দেব বহন করে আমার কাছে নিয়ে আসবে।
আর এই ব্যাক্তিটি রাধা নামের গুনে এখন আমার পাশে আমার ধামে থাকবে।এইজন্যই বৃন্দাবনে সবাই রাধে রাধে বলে। —